শ্রীবরদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পলিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০ শ্রীবরদী প্রতিনিধি ॥ “দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি, হ্্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি”-এ প্রতিপাদ্য সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ গ্রহণ করে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, শ্রীবরদী সরকারি এমএনবিপি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। র্যালী শেষে শ্রীবরদী সরকারি এমএনবিপি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে ইউএনও নিলুফা আক্তরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল হাসানের সঞ্চালনায় আলেচনা সভায় বক্তব্য রাখেন শ্রীবরদী সরকারি এমএনবিপি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, মৎস্য অফিসার কৃষিবিদ সাইদুর রহমান, উপজেলা তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সহকারি প্রোগ্রামার আশরাফুল ইসলাম প্রমুখ। Related posts:নকলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতশতাধিক পরিবার পেল ভয়েজ অফ ঝিনাইগাতী’র খাদ্য সহায়তাঝিনাইগাতীতে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সাথে কৃষি দপ্তরের মতবিনিময় সভা Post Views: ২৫২ SHARES শেরপুর বিষয়: