৯ জেলায় কালবৈশাখীর শঙ্কা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২০ অনলাইন ডেস্ক : ঢাকাসহ দেশের ৯ জেলার ওপর দিয়ে শনিবার সকাল ৯টার আগ পর্যন্ত যেকোনো সময় কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, ‘শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী ও কুমিল্লায় কালবৈশাখী ঝড় হতে পারে।’ এটি ইতোমধ্যে টাঙ্গাইলে আঘাত হানা শুরু করেছে এবং বাকি জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যেতে পারে বলে জানান তিনি। খবর: ইউএনবি এ সময় অস্থায়ীভাবে দমকা বাতাস বা ঝড়ো হওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাসসহ হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। Related posts:পুরো রাজধানীকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রীপরিবহন ধর্মঘটে আজও দুর্ভোগ চরমেসরকারকে বেকায়দায় ফেলতে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে : সেতুমন্ত্রী Post Views: ৩৩৫ SHARES জাতীয় বিষয়: