শেরপুরে আঞ্চলিক এসএমই পণ্য মেলা ২০২০ এর উদ্ধোধন

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ এসএমই ফাউন্ডেশন এর আয়োজনে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প এবং নাসিব এর সার্বিক ব্যবস্থাপনায় শেরপুরের ডিসি উদ্যানে ৬ দিন ব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা ২০২০ এর শুভ উদ্ধোধন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় হইতে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। ফিতা কেটে ও রঙিন বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্ধোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
পরে ডিসি উদ্যানে আয়োজিত উদ্বোধণীয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এহসানুল হক মামুন সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিসিক শেরপুরের জেলা ব্যবস্থাপক তামান্না মহলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান রৌশন, সিনিয়র সহ সভাপতি প্রকাশ দত্ত, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌস বেগম, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শেরপুর জেলা মহিলা লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল প্রমুখ। ওইসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট, বিভিন্ন কুটির শিল্পের সত্বাধিকারী প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেলায় ৪০টি স্টল স্থান পেয়েছে। শেরপুরের মানুষ ৬ দিন ব্যাপী এই মেলায় এসএমই পণ্য কিনবে বলে কুটির শিল্পের সত্বাধিকারীরা আশাবাদ ব্যক্ত করেছেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন