নেত্রকোনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০

নেত্রকোনা প্রতিনিধি : “প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার” এই স্লোগানে নেত্রকোনায় নানা কর্মসূচিতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

নেত্রকোনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সকল সরকারি বেসরকারি সংগঠন, স্কুল কলেজ র‍্যালিতে অংশ নেয়। র‍্যালি শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৮ মার্চ রবিবার সকাল সাড়ে ১০ টায় স্থানীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শহরের তেরিবাজার, বড়বাজার হয়ে আখড়ার মোড় দিয়ে পুনরায় র‍্যালিটি শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেওয়ান তাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী। এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা পরিষদের সম্পাদক তাহেজা বেগম, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সৈয়দা শামছুন্নাহার বিউটি, সহকারী অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ফখরুজ্জামান জুয়েল,  স্বাবলম্বী উন্নয়ন সমিতির কোহিনুর বেগম, নেত্রকোনা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন, সেরার নির্বাহী পরিচালক এস এম মজিবুর রহমান, নারী প্রগতির মৃনাল কান্তি চক্রবর্তী ও নারী নেত্রী নুরজাহান প্রমুখ।