হোম কোয়ারেন্টাইন নির্দেশনা না মানায় শেরপুরে ২ ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ হোম কোয়ারেন্টাইন নির্দেশনা না মানায় শেরপুরে বিদেশফেরত ২ ব্যক্তিকে ২০ হাজার জরিমানা করা হয়েছে। ২২ মার্চ রবিবার তাদের জরিমানা করা হয়।
জানা যায়, শেরপুর শহরের রাজবল্লভপুর মহল্লায় কঙ্গোফেরত ফিরোজ জামান হোম কোয়ারেন্টাইনে না থেকে নকলা-নালিতাবাড়ীসহ বিভিন্ন স্থানে লুকিয়ে লুকিয়ে ঘুরছিলেন। খবর পেয়ে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোবারক হোসেনের নেতৃত্বে একটি দল তাকে খুঁজে বের করে হোম কোয়ারেন্টাইনে থাকার আদেশ দেন। সেইসাথে তাকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে একইদিন সদর উপজেলার আরও এক বিদেশফেরত ব্যক্তিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন বলেন, আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি। এখন কেউ নিয়ম না মানলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিবো। তিনি আরও বলেন, বিদেশফেরত বা বিদেশফেরতদের সংস্পর্শে আসা ব্যক্তিরা নিজ বাসায় কোয়ারেন্টাইনে থাকুন। নিজে নিরাপদ থাকুন, আত্মীয়-স্বজনদেরও নিরাপদ রাখুন।