আদরজান ফাউন্ডেশনের উদ্যোগে শেরপুরের ঢাকলহাটী-শীতলপুরের কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০ মাহবুবা রহমান শিমু ॥ শেরপুরে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক এমপি এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী প্রতিষ্ঠিত আদরজান ফাউন্ডেশনের উদ্যোগে শহরের ঢাকলহাটী ও শীতলপুর মহল্লার ৪ শতাধিক কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২ এপ্রিল বৃহস্পতিবার বিকালে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য বিতরণ কালে, সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলী নিউজ ২৪ ডটকমের নির্বাহী সম্পাদক মোঃ উমর ফারুক, সমাজ সেবক হুমায়ুন ফরিদ, ঢাকলহাটী উত্তরপাড়া সমাজ কমিটির সভাপতি আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক মোঃ সুরুজ আলী, সামাজিক সংগঠন ঢাকলহাটী তরুণ সংঘের উপদেষ্টা পরিষদ সদস্য মোঃ শফিজ উদ্দিন, মোঃ শাহজাহান মিয়া, বাদল, জাহিদুল ইসলাম জামান, রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন। ওইসময় আদরজান ফাউন্ডেশনের পক্ষ থেকে মোঃ উমর ফারুক বলেন, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া এসব দিনমজুর, শ্রমিক, রিকশাচালকসহ দুস্থ ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে আদরজান ফাউন্ডেশনের খাদ্য বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। Related posts:‘হেড স্যার আমার জীবনডা শেষ করে দিল’শ্রীবরদীতে একযোগে ৬ জোড়া গারোর বিয়েশেরপুরে জেলা পুলিশের পক্ষ থেকে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ Post Views: ৩৪৪ SHARES জাতীয় বিষয়: