অবশেষে সেই বিধবাদের হাতে খাদ্যসামগ্রী পৌঁছালো জেলা প্রশাসন ও জেলা পুলিশ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া শেরপুরের নালিতাবাড়ীর সোহাগপুরের সেই বিধবাদের হাতে পৌঁছেছে জেলা প্রশাসন ও জেলা পুলিশের খাদ্যসামগ্রী। ১০ এপ্রিল শুক্রবার বিকেলে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম সোহাগপুরের বিধবাদের ঘরে ঘরে গিয়ে তাদের সার্বিক খোঁজ-খবর নেন এবং শহীদ জায়া ও বীরাঙ্গনাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। সেইসাথে তাদের করোনা ভাইরাসের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন। ওইসময় তার সাথে ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে একইদিন রাতে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনায় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান সোহাগপুরের বিধবাদের বাড়িতে গিয়ে তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। ওইসময় তিনি সবসময় তাদের পাশে থাকার আশ্বাস দেন। Related posts:প্রশ্নফাঁসের অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ শাস্তি: পিএসসি চেয়ারম্যাননাকুগাঁও সীমান্ত দিয়ে আটক ২ ভারতীয় নাগরিককে হস্তান্তরনকলায় বিএডিসি বীজ আলুর ন্যায্য মূল্যের দাবিতে সংবাদ সম্মেলন Post Views: ৩৩৯ SHARES জাতীয় বিষয়: