আনসারীর জানাজায় জমায়েত ঠেকাতে ব্যর্থ হওয়ায় এবার এএসপি প্রত্যাহার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০ অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় মানুষের জমায়েত ঠেকাতে যথাযথ ব্যবস্থা নিতে না পারায় সরাইলের সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুদ রানাকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে একই ব্যর্থতার দায়ে শনিবার দিবাগত রাতে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন টিটুকে প্রত্যাহারের বিষয়টি জানায় পুলিশ সদর দপ্তর। দেশে উদ্ভূত করোনা পরিস্থিতি উপেক্ষা করে কোনোরকম পূর্ব-ঘোষণা ছাড়াই ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল উপজেলার বেড়তলা গ্রামে লাখো মানুষের অংশগ্রহণে মাওলানা জুবায়ের আহমদ আনসারীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। Related posts:শহীদ নূর হোসেন দিবসে জিরো পয়েন্টে পরিবারের শ্রদ্ধাসংসদীয় কূটনীতিতে ভূমিকা রাখতে পারে বিমসটেক : স্পিকারচার্জশিট নির্ভুল, আশা করি শিগগিরই বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী Post Views: ২৯১ SHARES জাতীয় বিষয়: