‘ইউরোপ-আমেরিকার পর নতুন মৃত্যুপুরী হতে যাচ্ছে দক্ষিণ এশিয়া’ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০ অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে ১০ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। প্রাণহানিও অর্ধলক্ষ ছাড়িয়েছে। যাতে সবচেয়ে বেশি ক্ষতির শিকার ইউরোপের দেশগুলো ও যুক্তরাষ্ট্র। তবে ইউরোপ ও আমেরিকার পর দক্ষিণ এশিয়া নতুন মৃত্যুপুরী হতে যাচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে পাঁচ শতাধিক মানুষের। নতুন করে প্রাণ গেছে ১৪ জনের। সবশেষ তথ্যমতে ভারতে মোট আক্রান্ত দুই হাজার ৫৬৭ জন। এর মধ্যে গেলো ৪৮ ঘণ্টায় সংক্রমিত এক হাজারের বেশি। যার বেশিরভাগই দিল্লির নিজামুদ্দিন মার্কাজে অংশ নেয়া মুসল্লি। ভারতে প্রথম করোনা ধরা পড়ে ১৫ ফেব্রুয়ারি। এ ভাইরাসে দেশটিতে মারা গেছে ৭২ জন। এদিকে, পাকিস্তানে এক দিনের ব্যবধানে আক্রান্ত হয়েছে ৩০৩ জন। দেশটিতে মোট আক্রান্ত ২ হাজার ৪৫০ জন। এর মধ্যে পাঞ্জাবেই আক্রান্ত প্রায় এক হাজার। কোভিড নাইনটিনের প্রকোপে পাকিস্তানে প্রাণহানির সংখ্যা ৩৪। Related posts:যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত : আইজিপিপ্রিজাইডিং কর্মকর্তা, সাংবাদিকদের নিরাপত্তা দিতে কুষ্টিয়ার এসপিকে হাইকোর্টের নির্দেশসাত দিনের সফরে আজ কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ Post Views: ২৬১ SHARES আন্তর্জাতিক বিষয়: