ইসলামপুরে ১০টাকা কেজি দরের ৪ হাজার ৯শ কেজি চাল উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০ জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে গুঠাইল বাজার থেকে ১০ টাকা কেজি দরের ৪ হাজার ৯’শ কেজি চাল উদ্ধার করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান। ১৯ এপ্রিল রবিবার দুপুরে গুঠাইল বাজারে অভিযান চালিয়ে মোয়াজ্জেম হোসেন ও মোশারফ হোসেনের গুদাম থেকে ৫০ কেজির ৯৮ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। উদ্ধার শেষে চাউলগুলো ইসলামপুর থানায় রাখা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিকদের জানান, গোপণ সংবাদের ভিত্তিতে চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজার এলাকার আবুল কাসেম(জগা সরকার) এর ছেলে চাউল ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন ও বাকু শেকের ছেলে মোশারফ হোসেনের গুদামে সরকারি চাল মজুদ আছে বলে জানা যায় । এসব চাল খাদ্যবান্ধব কর্মসূচির হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য ছিল। কয়েক দিন আগে অবৈধভাবে তারা এ চাল কিনে নিজস্ব গুদামে মজুদ রেখেছিলেন। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উদ্ধার অভিযানের সময় উপস্থিত ছিলেন, সহকারি পুলিশ সুপার(ইসলামপুর সার্কেল) সুমন মিয়া,ওসি আব্দুল্লাহ আল মামুন। Related posts:বিএনপির ডাকা অবরোধে নেত্রকোনা শহরে নেই প্রভাব, আটক ৩জামালপুরে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণবিজিবির অভিযানে ২৩২০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক Post Views: ২৫২ SHARES সারা বাংলা বিষয়: