ইসলামপুরে ৩ টি গোদাম থেকে সরকারি ৩৮৮ বস্তা চাল উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২০ ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : জামালপুর ইসলামপুরে উপজেলা প্রশাসনের নেতৃত্ব উপজেলার গুঠাইল বাজারের তিনটি গুদাম থেকে ১৯ হাজার ৪০০ কেজি সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে এসব চাল উদ্ধার অভিযান পরিচালনা করেন,উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান। তবে এ অভিযানের কাউকে আটক করা যায়নি । এ ব্যাপারে মামলার দায়েরের প্রস্তুতি চলছে । উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজার এলাকায় বাকু শেকের ছেলে মোশারফ হোসেনের গুদাম থেকে ১৮৫ বস্তা ও একই ইউনিয়নের গিলাবাড়ী গ্রামের বাবু মিয়া ছেলে নন্দু’র গুদাম থেকে ৯৯ বস্তা এবং আহালুর ছেলে শাহা আলি’র গুদাম থেকে ১০৪ বস্তা মোট ৩৮৮ বস্তা চাল উদ্ধার করা হয়। তিনি আরও জানান, তবে এসময় কাউকে আটক করা যায়নি। তাদের বিরুদ্ধে মামলার দায়েরর প্রস্তুতি চলছে এবং চাল গুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহিনা আক্তার,খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান,ওসি (তদন্ত) আনসার উদ্দিন। Related posts:জামালপুরে শিক্ষক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিতজামালপুরে দুর্যোগসহনীয় ঘর পেল ৪৭টি পরিবারজামালপুরে আরও ১৩ জন করোনায় আক্রান্ত Post Views: ২৮৮ SHARES সারা বাংলা বিষয়: