করোনায় লকডাউন: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০ অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী সংক্রমিত হয়েছে ২৩ লাখ ৩২ হাজারের বেশি মানুষ। এতে মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজারের বেশি। প্রতি মুহূর্তে বাড়ছে এই সংখ্যা। এদিকে, কঠোর লকডাউনের জন্য এবার মামলার মুখে পড়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। নিউজিল্যান্ডের লকডাউন জেলখানার মতো বন্দি দাবি করে দেশটির দুই নাগরিক এই মামলা করেছেন। দ্য নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আবেদনকারীরা শুক্রবার অকল্যান্ডের হাইকোর্টে আরও দাবি করেন, জেসিন্ডা রাজনৈতিক ফায়দা নিতে লকডাউন কঠোর করেছেন। আর তাই তারা ‘হাবিয়াস কর্পাসের’ অধীনে আদালতে একটি রিট আবেদন করেছেন, যা মূলত একজন কারাবন্দি তার বন্দিদশা থেকে মুক্তির জন্য করে থাকেন। তারা, প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নকে হিটলার এবং লকডাউনকে হলোকাস্টের সঙ্গে তুলনা করেছেন। করোনা মোকাবিলায় কঠোর লকডাউন দিয়ে প্রধানমন্ত্রী তাদের অধিকার লঙ্ঘন করছেন বলেও দাবি তাদের। Related posts:পুলিশ স্টেশনে হামলা, ইরানে বিপ্লবী গার্ডসের কর্নেলসহ নিহত ১৯ফরাসি প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত এমানুয়েল ম্যাঁক্রোজাপানে আছড়ে পড়ছে নজিরবিহীন সুপার টাইফুন হাবিগিস Post Views: ২৬৩ SHARES আন্তর্জাতিক বিষয়: