করোনা ভাইরাসের উপসর্গ সন্দেহে শেরপুরে ৪ জনের নমুনা সংগ্রহ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস উপসর্গ সন্দেহে শেরপুরে একদিনে ছেলে-মাসহ ৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ২ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে তাদের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। ছেলে-মার নমুনা পরীক্ষার জন্য একইদিন বিকেলেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হয়েছে। অন্য দু’জনের নমুনা পৌঁছবে শুক্রবার। এরা হচ্ছে নকলা উপজেলার ধনাকুশা এলাকায় ছেলে (৩০) ও মা (৫০), সদর উপজেলার যোগিনীমুড়া কান্দাপাড়া এলাকার এক কৃষক (৪৮) ও ঘুঘুরাকান্দি উত্তরপাড়া গ্রামের এক যুবক (২২)। এছাড়া করোনা উপসর্গ সন্দেহে হোম কোয়ারেন্টাইনে থাকা ঝিনাইগাতী উপজেলা প্রাণীসম্পদ বিভাগের এক কর্মকর্তা (৫০) কে পরীক্ষার জন্য বৃহস্পতিবার বিকেলে সরাসরি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন । Related posts:ঝিনাইগাতীতে আইএসপিপি-যত্ন প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিতশেরপুরে পরকীয়া করে গোপনাঙ্গ হারালেন যুবকপ্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজা’র ১৪তম মৃত্যুবার্ষিকীতে ৩নং ওয়ার্ড আ'লীগের শোক Post Views: ২৬৫ SHARES শেরপুর বিষয়: