গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১০ জনের মধ্যে ৮ জন পুরুষ, নারী ২ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২০ অনলাইন ডেস্ক : দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জন পুরুষ এবং ২ নারী রয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০১ জনে। করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪৯২ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ২৯৪৮ জন। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, তার সঙ্গে ছিলেন অধিদফতরের কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ। Related posts:করোনায় আরও ৯৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪০১৪প্রতিকূল পরিস্থিতিতে আনসাররা সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন : স্বরাষ্ট্র উপদেষ্টাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবো : প্রধান বিচারপতি Post Views: ২২৯ SHARES জাতীয় বিষয়: