জামালপুরে ৫ হাজার কেজি সরকারি চালসহ আটক ১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২০ জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির ৫ হাজার কেজি সরকারি চালসহ নুর কালাম (৪৫) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) রাতে উপজেলার মধ্যবাজার এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়। আটক নুর কালাম বকশীগঞ্জ পৌর এলাকার পাখিমারা গ্রামের মৃত জমশের আলীর ছেলে। জানা গেছে, রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে খাদ্য বান্ধব কর্মসূচির ২০০ বস্তা (৫০০০ কেজি) চালসহ ব্যবসায়ী নুর কামালকে আটক করে বকশীগঞ্জ থানা পুলিশ। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। Related posts:‘সকল ধর্ম মানবতা ও সুন্দরের কথা বলে’জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডইসলামপুরে পরিত্যক্ত অবস্থায় ৯শ কেজি চাল উদ্ধার Post Views: ১৯৩ SHARES সারা বাংলা বিষয়: