ঝিনাইগাতীতে কর্মহীনদের জেলা পুলিশের খাদ্যসামগ্রী বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ করোনা সংক্রমণ রোধে ঘরে থাকা অসহায়, কর্মহীন, অতি দরিদ্রদের মধ্যে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় জেলা পুলিশের পক্ষ থেকে ২৬০ জন মানুষকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। ২০ এপ্রিল সোমবার দুপুরে ঝিনাইগাতী উপজেলার চেঙ্গুরিয়া, রাঙ্গামাটিয়া, শালধা, পাইকুড়া, জগৎপুর ও খাটুয়াপাড়া গ্রামে জেলা পুলিশের ইমার্জেন্সী রেন্সপন্স টিমের মাধ্যমে ওইসব মানুষের হাতে চাল, ডাল, আলু, সাবান ইত্যাদি বিতরণ করা হয়। এসময় নাগরিক সংগঠন জনউদ্যোগ, শেরপুর জেলা কমিটির আহবায়ক ও করোনা ইমার্জেন্সী রেন্সপন্স টিমের সমন্বয়ক আবুল কালাম আজাদ, আইডির কর্মসূচি কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ চৌধুরীসহ টিমের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে ৩ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে ইদ্রিস গ্রুপের কম্বল বিতরণশেরপুরে মুসলিম উম্মাহ’র শান্তি কামনায় শেষ হলো জাকের পার্টির বিশ্ব ইসলামী সম্মেলনশেরপুরে অতস’র ঈদ শুভেচ্ছা পেল ২শতাধিক অসহায় মানুষ Post Views: ৩৪৪ SHARES ঝিনাইগাতী বিষয়: