ঝিনাইগাতীতে কৃষকের ধান কেটে দিলো উপজেলা ছাত্রলীগ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কান্দুলী গ্রামে শ্রমিক সংকট থাকায় এক কৃষকের জমির ধান কেটে বাড়িতে পৌছে দিল ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। ২৯ এপ্রিল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলার ধানশাইল ইউনিয়নের কান্দুলী গ্রামের শারীরিক অসুস্থ থাকা কৃষক নুরুল হকের ৫০ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। কৃষক নুরুল হক বলেন, আমি শারীরিক অসুস্থতায় ভোগছি সেই সাথে অর্থনৈতিক সংকটেও রয়েছি। এ অবস্থায় আমার জমির ধান পেকে গেছে কিন্তু শ্রমিকের অভাবে জমির ধান কাটতে পারছিলেন না। বিষয়টি তিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনকে অবহিত করলে বুধবার সেন্ট্রাল সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহাগের নেতৃত্বে একদল ছাত্রলীগের নেতাকর্মীরা তার জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। কৃষক নুরুল হক ছাত্রলীগের এই মানবিক কর্মকান্ডের জন্য তাদেরকে ধন্যবাদ জানান। এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন বলেন, তারা উপজেলার অসহায়, দরিদ্র ও প্রান্তিক কৃষকদের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছেন। তাদের এই কর্মকান্ড অব্যাহত থাকবে বলে তিনি জানান। সেই সাথে শাওন আরো বলেন, শ্রমিকের অভাব দেখা দিলেই তার সাথে যোগাযোগ করলেই উপজেলার যেকোন স্থানে গিয়ে তারা ধান কাটতে প্রস্তুত রয়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় কৃষকের পাশে দাঁড়াতে পেরে তারা নিজেদেরকে আনন্দিত বোধ মনে করছে। Related posts:শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনকলায় জাতীয় যুব দিবস উদযাপিতনকলায় মশলায় ভেজাল করার অভিযোগে এক প্রতিষ্ঠানকে জরিমানা Post Views: ২৮২ SHARES ঝিনাইগাতী বিষয়: