ঝিনাইগাতীতে ট্রাকচাপায় নিহত-১ আহত-৫

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

হারুন অর রশিদ দুদু ॥ শেরপুর জেলার ঝিনাইগাতীর সীমান্ত সড়কের কালিবাড়ি এলাকায় ৬ এপ্রিল সোমবার ভোর পাঁচটার দিকে অজ্ঞাত ট্রাক চাপায় ব্যাটারিচালিত অটোবাইক এক যাত্রী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত যাত্রীর নাম আব্দুস সালাম (৩৭)। তিনি ঝিনাইগাতী উপজেলার বলদীবাটা এলাকার জনৈক শফিউদ্দিনের ছেলে। আহতরা হলেন- ঝিনাইগাতী উপজেলার গজারিকুড়া গ্রামের রস্তম আলীর ছেলে অটোবাইক চালক নাজিম উদ্দিন (৩১), নালিতাবাড়ী উপজেলার আব্দুল খালেকের ছেলে শেখ ফরিদ (২৫) ও তার স্ত্রী মাহমুদা বেগম (১৮), আমজাদ (৩২) ও শফিকুল (৩০)। দুর্ঘটনায় আহত অটোবাইক চালক নাজিম উদ্দিন, যাত্রী শেখ ফরিদ, মাহমুদা শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আমজাদ ও শফিকুল প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। শেরপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসা সহকারী মো. সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর পাঁচটার দিকে শেরপুর-ঝিনাইগাতী কালিবাড়ি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাকে অজ্ঞাত এক ট্রাক চাপা দেয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় যাত্রী নাম আব্দুস সালাম মারা যায়। ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় ঝিনাইগাতী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।