ঝিনাইগাতীতে ত্রাণের চাল বিতরণে অনিয়ম, মহিলা মেম্বার গ্রেফতার

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২০

হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার মিনারা বেগমকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। গত ১৯ এপ্রিল বিতরণকৃত ত্রাণের চালের মধ্যে ২৫ কেজি চাল বিতরণ না করে তার ঘরে রেখে দেয়। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ২১ এপ্রিল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পান। করোনায় ত্রাণের ওই চাল বিতরণ না করে আত্মসাতের অভিযোগে আজ মঙ্গলবার দুপুরে তার বাড়ী থেকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বলেন, করোনা ভাইরাসের কারণে কর্মহীন, অসহায়দের জন্য বরাদ্দকৃত ত্রাণের ২৫ কেজি চাল ও চাল বিতরণের ২৭টি সরকারী ব্যাগ তার বাড়ীতে পাওয়া যায়। এ ঘটনায় ওই ইউপি সদস্যের বিরুদ্ধে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে দুদক আইনে একটি মামলা দায়ের করেছে। ঘটনাস্থলেই পুলিশ তাকে গ্রেফতার করে। মিনারা বেগমের বাড়ী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বাতিয়াগাঁও গ্রামে। তিনি ওই ইউনিয়নের ৪, ৫, ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য৷ ইউপি মেম্বার মিনারা বেগম জানান, গত ১৯ এপ্রিল চেয়ারম্যান নুরুল ইসলাম তোতা জন প্রতি ৫কেজি করে চাউল বিতরণের জন্য ৩৩টি নামের বিপরীতে চাউল বরাদ্দ দেন৷ ওই ৩৩টি নামের মধ্যে ২৮জনের চাল বিতরণ করা হয়৷ বাকী ৫ জনের তালিকা করে রেখেছেন৷ এলাকার কিছু অসাধু বক্তি তার সামাজিক মরর্যাদা ক্ষুন্ন করার জন্য মিথ্যা অভিযোগ করেছেন।