ঝিনাইগাতীতে ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে উপজেলা চেয়ারম্যান নাইম অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ করোনাভাইরাস প্রতিরোধে গরিব ও খেটে খাওয়া মানুষের আয় বন্ধ হয়ে যাওয়ায় ১০ হাজার পরিবারকে ১৮ এপ্রিল শনিবার থেকে খাদ্য সহায়তা দেয়া শুরু করেছে, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান। দুপুরে সদর উপজেলার মালিঝিকান্দা ও নলকুড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দুদর্শাগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল ও একটি সাবান বিতরণ করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম। এ সময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামাল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজীৎ রায়, মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। চেয়ারম্যান নাইম জানান, উপজেলার ৭টি ইউনিয়নের ১০ হাজার হতদরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। করোনা পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে এ কার্যক্রম চলমান থাকবে। Related posts:করোনায় পৌর এলাকার বিপন্ন মানুষের মাঝে শ্রমিক নেতা আরিফের আরও উপহার সামগ্রী বিতরণনকলায় নিরাপদ শিম উৎপাদন শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিতশেরপুরে পুলিশ লাইন্স একাডেমির বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত Post Views: ২৪৮ SHARES ঝিনাইগাতী বিষয়: