দিল্লিতে একই পরিবারের ২৬ জন করোনায় আক্রান্ত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০ অনলাইন ডেস্ক : ভারতে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেইসঙ্গে বাড়ছে কন্টেনমেন্ট জোনের সংখ্যাও। এ বার ভারতের দিল্লির এক পরিবারের ২৬ সদস্যের করোনা সংক্রমণ ধরা পড়ার পরপরই গোটা এলাকা কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, দিল্লির জাহাঙ্গীরপুরীতে থাকে পারিবারটি। প্রত্যেকের রিপোর্ট পজিটিভ আসার পরেই, সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় এলাকাটিকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করে, লোকজনের ঢোকা-বের হওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। রাজধানী শহরে এই নিয়ে কন্টেনমেন্ট জোন বেড়ে দাঁড়াল ৭৬। এদিকে, ভারতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা শনিবার বেড়ে ১৪,৭৯২ দাঁড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪৮৮ জনের। শুক্রবার সন্ধ্যা থেকে এখনও পর্যন্ত দেশে এই মারণ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৫৭ জন এবং ৩৬ জন প্রাণ হারিয়েছেন বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। Related posts:ভারতের নাগপুরে হিন্দু ও মুসলমানদের মধ্যে ব্যাপক সহিংসতা, কারফিউ জারিচীনে ফ্যাক্টরিতে আগুন, নিহত ১৯পদত্যাগ করলেন ট্রাম্পের ব্যক্তিগত সহকারী Post Views: ২১২ SHARES আন্তর্জাতিক বিষয়: