নালিতাবাড়ীতে খাদ্য বান্ধব কর্মসূচীর অনিয়মের পুনঃ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০ মাহফুজুর রহমান সোহাগ ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচীর ১০ টাকা দরে চালের অনিয়মের তদন্ত মিথ্যা ও উদ্দেশ্য প্রণেদিত দাবি করে ক্ষুদ্র নৃ গোষ্ঠির এক আদিবাসী ডিলার সংবাদ সম্মেলন করেছেন। ২৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নিরপেক্ষভাবে পুনঃ তদন্তের দাবি করেন পোড়াগাঁও ইউপির ডিলার রিপন চিরান। সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিপন চিরান জানান, উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার রিপন চিরান। তার স্ত্রী বন্ধনা চাম্বু গং পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। বন্দনা চাম্বু গং গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়ে পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করেন। কয়েকজন উপজেলা আওয়ামীলীগ নেতা অর্থের বিনিময়ে আজাদ চেয়ারম্যানের পক্ষে কাজ করেন। নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে বন্দনা চাম্বু গং পরাজিত হয়। সেই কারণে বর্তমান ইউপি চেয়ারম্যান আজাদ মিয়ার সাথে বন্দনার চাম্বু গং দ্বন্দ্ব দেখা দেয়। তাই বন্দনার ভাবমূতি ক্ষুন্ন করতে ও তার স্বামী রিপনকে ফাঁসাতে চেয়ারম্যান আজাদ মিয়া বিভিন্ন পায়তারা করেন। তারই অংশ হিসেবে ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া স্থানীয় এক সংবাদিককের সাথে যোগসাজসে উদ্দেশ্য প্রণেদিত হয়ে বিভিন্ন সংবাদ প্রকাশ করান। ওই সাংবাদিক তার নামে ডিলারশীপ থাকার পরও তাকে উজ্জ¦ রেখে স্ত্রী পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বন্দনা চাম্বু গং এর নামে অতিরিক্ত টাকা নেওয়ার ভিডিওসহ মনগড়া সংবাদ প্রকাশিত করেন। যা অত্যান্ত দু:খজনক। রিপন চিরান আরও অভিযোগ করে বলেন, উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ৬০০ কার্ডধারী মানুষের মাঝে প্রত্যেককে ৩০ কেজি করে চাল ৩শত টাকা ধরে করেন রিপন চিরান। কিন্তু ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া স্থানীয় এক সংবাদিককের সাথে যোগসাজসে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করা হয়। এসময় বন্দনা চাম্বু গং উপস্থিত ছিলেন। এ ব্যাপারে বন্দনা চাম্বু গং বলেন, স্থানীয় এক সাংবাদিক ২০ হাজার টাকা আমার কাছে দাবী করেছিল। চাঁদা দিতে না দেয়ায়। পরে আজাদ চেয়ারম্যানের টাকা পেয়ে আমার স্বামীর নামের ডিলারশীপ থাকার পরও আমার বিরুদ্ধে ভিডিও, খবর প্রকাশ করেছে। আমি এই হলুদ সাংবাদিকের বিরুদ্ধে মামলা করবো। তার আয়ের উৎস কি মানুষের কাছে তুলে ধরবো। উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ও টেক অফিসার মো. জাকির হোসেন বলেন, রিপন চিরানের খাদ্য বান্ধব কর্মসূচীর ১০ টাকা দরে চাল বিতরণে আমি উপস্থিত ছিলাম। সেখানে কারও কাছ থেকে কোন অতিরিক্ত টাকা নেওয়া হয়নি। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, এখানে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বন্দনা চাম্বু গংয়ের কোন ব্যাপার নয়। ওই খানের ডিলার হচ্ছেন রিপন চিরান। বিষয়টি তদন্ত করা হয়েছে। এতে তার বিরুদ্ধে অতিরিক্ত টাকা উত্তোলণের অভিযোগ রয়েছে। তাই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে রিপন চিরান আজ সংবাদ সম্মেলন করে বিষয়টি পুনতদন্তের জন্য আবেদন জানান। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান মো. মোকছেদুর রহমান লেবু বলেন, বন্দনা চাম্বু গং একজন সৎ ও সাহসী মানুষ। তিনি ক্ষুদ্র নৃ গেষ্টির একজন সদস্য। বর্তমানে পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। দুখজনক বিষয় হলো বন্দনাকে হেয়পতিপন্ন করতে একজন ইউপি চেয়ারম্যান এবং হলুদ একজন সাংবাদিককে দিয়ে বন্দনাকে জড়িয়ে মিথ্যা খবর করেছেন, ভিডিও করেছেন। এই হলুদ সাংবাদিকের আয়ের উৎস কি। এক সময় বিএনপির প্রচার সম্পাদক ছিলেন। এখন সাংবাদিকতার তকমা গায়ে লাগিয়ে আওয়ামীলীগের সভাপতিকে কলঙ্ক দিতে উঠে পরে লেগেছে। জনগন এর বিচার করবে বলে জানান। Related posts:শেরপুরের শ্রীবরদীতে বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতিঝিনাইগাতীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতশেরপুরে করোনায় আক্রান্ত হয়ে কর্ণফুলী পেপার হাউজের মালিকের মৃত্যু Post Views: ৩২০ SHARES নালিতাবাড়ী বিষয়: