নালিতাবাড়ীতে বন্য শুকরের কামড়ে দুই কোচ উপজাতি যুবক আহত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০ মাহফুজুর রহমান সোহাগ ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা-বাতকুচি পাহাড়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে বন্য শুকরে কামড়িয়ে দুই কোচ উপজাতি যুবককে গুরুতর আহত করেছে। আহতরা হলো- আন্ধারুপাড়া মৌজার খলচান্দা কোচ পাড়া গ্রামের মিন্টু কোচ (২৮) ও রত্নাকর কোচ (২০)। আহতরা জানায়, সকালে বন থেকে লাকড়ী কুড়াতে পাশ্ববর্তী বুরুঙ্গা-বাতকুচি ও খলচান্দা পাহাড়ে যায়। এসময় একটি বন্য পাগলা শুকর তাদেরকে আক্রমন করে হাতে ও উড়ুতে কামড় দিয়ে থেতলে ফেলে। তখন তাদের ডাক-চিৎকারে গ্রামবাসী ছুটে গিয়ে উদ্ধার করে প্রথমে বারমারী খ্রিষ্টান মিশনারী হাসপাতালে নিয়ে যায়। এতে রত্নাকর কোচকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যায় তার স্বজনরা। আপরজন মিন্টু কোচ গুরুতর আহত হওয়ায় শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। বারমারী খ্রিষ্টান মিশনারী হাসপাতালের চিকিৎসক সিষ্টার বাপ্তিস্তা এসএসএমআই শ্যামলী নিউজ টোয়েন্টিফোরডটকমকে জানান, বেলা ১২টার দিকে বন্য শুকরের কামড়ে আহত দুই কোচ উপজাতি যুবক আমাদের হাসপাতালে আসে। এরমধ্যে রত্নাকর কোচকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আরেকজন মিন্টু কোচ তার অবস্থা গুরুতর দেখে জেলা হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছি। Related posts:শেরপুরে জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিতশেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিতশেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত Post Views: ২২৯ SHARES নালিতাবাড়ী বিষয়: