নেত্রকোনার হাওরে বজ্রপাতে শিশুসহ ২ জনের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০ নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলার একটি হাওরে বজ্রপাতে এক শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৩ কৃষক। শনিবার (১৮ এপ্রিল) সকালে মদন উপজেলার গোবিন্দশ্রী বিজ্জয়াইল হাওরে এ ঘটনা ঘটে। বজ্রপাতে মৃতরা হলেন- কৃষক ইয়াহিয়া (২৫), রায়হান (৯)। মৃত শিশু রায়হান স্থানীয় বারগরিয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে এবং কৃষক ইয়াহিয়া একই গ্রামের মঞ্জুল হকের ছেলে। আহত কৃষক টিপন (২৭), ইসলাম (২২) ও দুর্জয়কে (৯) মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, শনিবার সকালে গোবিন্দশ্রী গ্রামের সামনের বিজ্জয়াইল হাওরে ধান কাটছিলেন ওই স্থানীয় কৃষকরা। এ সময় বাবা সেলিমের জন্য সকালের খাবার নিয়ে যায় শিশু রায়হান। হঠাৎ বজ্রপাতে শিশু রায়হান ঘটনাস্থলেই মারা যায় এবং কৃষক ইয়াহিয়া, টিপন, ইসলাম, দুর্জয় আহত হয়। তাদের উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়াহিয়াকে মৃত ঘোষণা করেন। দুপুরের দিকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমিজুল হক। Related posts:সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যুনান্দাইলে সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৭ নেতা-কর্মী গ্রেপ্তারশেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মিনালসহ চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল Post Views: ২৫৮ SHARES সারা বাংলা বিষয়: