রাতে আধারে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ঝিনাইগাতীর ইউএনও অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘরে থাকা, নিম্ন আয়ের মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৭ এপ্রিল শুক্রবার রাতে হত দরিদ্রদের বাড়ী বাড়ী গিয়ে নিজ হাতে খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ। ইউএনও জানান, খাদ্য সহায়তা তহবিল থেকে ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের রাঙামাটিসহ বেশ কয়েকটি গ্রামের ৩০০ টি নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় চাল, ডাল, আলু ও পেয়াজসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জন সমাগম এড়াতে স্থানীয় জনপ্রতিনিধি ও ঝিনাইগাতী প্যাসিফিক ক্লাবের স্বেচ্ছাসেবকদের নিয়ে রাতে বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী নিম্ন আয়ের মানুষের হাতে তুলে দেয়া হয়। এলাকায় বিতরণকালে সামাজিক দূরত্ব বজায় রেখে এতে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাসেদুল হাসান, উপজেলা ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম তোতা ও গণমাধ্যমকর্মীগণ৷ Related posts:শ্রীবরদীতে ডিবি পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারঝিনাইগাতীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিতআজ শেরপুরের প্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজা’র ১২তম মৃত্যুবার্ষিকী Post Views: ২৩৯ SHARES ঝিনাইগাতী বিষয়: