রোজা রেখে কৃষকের জমির ধান কেটে দিল ঝিনাইগাতীর ছাত্রলীগ কর্মীরা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ডাকুরপাড় গ্রামে শ্রমিক না পেয়ে বিপাকে পড়া এক কৃষকের জমির ধান কেটে বাড়িতে পৌছে দিয়েছেন ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। ২৬ এপ্রিল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রোজা রেখে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের ডাকুরপাড় গ্রামের অসহায় কৃষক মোশারফ হোসেনের ৭৫ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। কৃষক মোশারফ হোসেন বলেন, তার জমির ধান পেকে গেছে কিন্তু তিনি শ্রমিকের অভাবে জমির ধান কাটতে পারছিলেন না। বিষয়টি তিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনকে জানালে রবিবার শাওনের নেতৃত্বে একদল ছাত্রলীগের নেতাকর্মীরা তার জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। কৃষক মোশারফ হোসেন ছাত্রলীগের এই মানবিক কর্মকান্ডের জন্য তাদেরকে ধন্যবাদ জানান। এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই তারা উপজেলার অসহায় কৃষকদের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছেন। তাদের এই কর্মকান্ড অব্যাহত থাকবে বলে তিনি জানান। দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় কৃষকের পাশে দাঁড়াতে পেরে তারা আনন্দিত। ওইসময় ছাত্রলীগের সাথে ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম উপস্থিত থেকে ধান কাটা কাজের তদারকি করেন। Related posts:শেরপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে নবাগত পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎনালিতাবাড়ীতে কৃষকদের নিয়ে মহিষ পালন প্রশিক্ষণ অনুষ্ঠিতবিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন নালিতাবাড়ীর ইউএনও-এসিল্যান্ড Post Views: ৩২৬ SHARES ঝিনাইগাতী বিষয়: