শেরপুরে সাবেক সাংসদ শ্যামলীর ইফতার সামগ্রী বিতরণ News News Desk প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় ও হতদরিদ্র পরিবারগুলোর মাঝে আদরজান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতারী বিতরণ করা হয়েছে। ২৬ এপ্রিল রবিবার ২য় রমজানের বিকেলে পৌর সভার ৪নং ওয়ার্ডে, শহরের বিভিন্ন রাস্তা ও সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কিছু এলাকায় ওই ইফতারীর সামগ্রী বিতরণ করা হয়। আদরজান ফাউন্ডেশনের এ ব্যতিক্রমী কর্মকাণ্ডে ইফতারীর প্যাকেট পাওয়া অসহায় লোকজনসহ অনেকেই বেজায় খুশি। ইফতারী বিতরণকালে সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলীনিউজ২৪ডটকমের নির্বাহী সম্পাদক মোঃ উমর ফারুক, জেলা কৃষক লীগ নেতা মাহবুবুর রহমান লিটন, যুব মহিলা লীগ নেত্রী মাহবুবা রহমান শিমুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে মো: উমর ফারুক বলেন, দুটি পিকআপ ভ্যান ও মটর সাইকেলের মাধ্যমে শেরপুর পৌর এলাকা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কর্মহীন মানুষের মাঝে আদরজান ফাউন্ডেশনের এ ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি মাস ব্যাপি অব্যাহত থাকবে। Related posts:শ্রীবরদীতে দিনমজুর আইয়ুব আলী হত্যার বিচারের দাবিতে মানববন্ধনঝিনাইগাতীতে সাংবাদিকের বাবার ইন্তেকালফায়ারিং-এ শ্রেষ্ঠ রিক্রুট হওয়ায় নকলায় হাসিনা আক্তার বিথীকে সংবর্ধনা Post Views: ৩৩৭ SHARES শেরপুর বিষয়: