শ্রীবরদীতে কৃষকের ধান কেটে দিলো বিডি ক্লিন সদস্যরা

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসের এই সময়ে শ্রমিক ও অর্থ সংকটে ভোগা কৃষকের ধান কেটে দিলো বিডি ক্লিন শেরপুরের শ্রীবরদী উপজেলা শাখা। ২৫ এপ্রিল শনিবার শ্রীবরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার করুয়া গ্রামের এক অসহায় কৃষকের ২০ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলে দেয় উপজেলা বিডি ক্লিন সদস্যরা।
ধান কাটায় বিডি ক্লিন শ্রীবরদী উপজেলা শাখার সদস্য জাকিরুল ইসলাম, এম এইচ শান্ত, জাহিদুল ইসলাম জাহিদ,সুহেল রানা, রুমান মিয়া, শফিকুল ইসলাম, রমজান আকন্দ, এম এম জাকির হোসেন, মোক্তার মিয়া, খোরশেদ আলম, শাহিন মিয়া, শাখাওয়াত হোসেন, আনিসুর রহমান, দীপন, লিমন, সাইম অংশ নেন।
বিডি ক্লিন শ্রীবরদী শাখার সদস্য পিকেএস দীপন জানান, করোনা ভাইরাসের প্রকোপে সারা দেশ এখন স্থবির। এই পরিস্থিতিতে শেরপুর জেলায় বোরো ধান পাকতে শুরু করেছে। কিন্তু লকডাউনের কারণে শ্রমিক সংকটে অনেক কৃষকই ধান কাটতে পারছেন না। তাই বিডি ক্লিন শেরপুর জেলা শাখার নির্দেশে আমরা শ্রীবরদী উপজেলা শাখার সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কৃষকের বোরো ধান কেটে দিচ্ছি।