ঝিনাইগাতীতে করোনা সচেতনতায় তৎপর উপজেলা প্রশাসন ॥ সেনাবাহিনী ও র‌্যাবের টহল জোরদার

প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২০

হারুন অর রশিদ দুদু ॥ করোনাভাইরাসের কারনে সব থেকে বেশি বেকায়দায় পড়েছেন নিম্ন মধ্যবিত্ত ও দিনমজুর গরীব মানুষজন। প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। করোনাভাইরাস প্রতিরোধে প্রশাসনের বেঁধে দেওয়া নিয়ম-কানুনগুলো সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা সেই বিষয়ে বিভিন্ন এলাকার জনসমাগম স্থানে অবস্থিত হোটেল, চায়ের দোকানসহ দোকান বন্ধ রাখার বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। উপজেলার যে কোন স্থানের কোন অনিয়মের খবর সঙ্গে সঙ্গে জানানোর জন্য ইউপি চেয়ারম্যান, মেম্বার, গ্রাম পুলিশকে নির্দেশনা প্রদান করা হয়েছে। কোথাও কোন অনিয়মের খবর পেলেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসন তৎপরতা বৃদ্ধি করেছে। করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চালানো হচ্ছে বিভিন্ন কর্মকাণ্ড। শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দিনরাত মাঠে কাজ করছেন উপজেলা প্রশাসন। প্রতিদিন করোনা প্রতিরোধে জনসচেতনতা মূলক কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) রাসেদুল হাসান, ঝিনাইগাতী থানার পুলিশ কর্মকর্তারা। উপজেলা প্রশাসনের উদ্যোগে ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন হাট বাজারে করোনা ভাইরাস প্রতিরোধে মোবাইল কোর্ট ও জনসচেতনতা কার্যক্রম পরিচালিত হয়। এসময় বিভিন্ন স্থানে দিনমজুর গরীব মানুষজনের মাঝে ত্রাণ বিতরণের কাজ অব্যাহত রয়েছে। এছাড়াও সেনাবাহিনী ও র‌্যাব প্রতিদিন ঝিনাইগাতী এসে মাইকিং করে জনগণকে সচেতন করছে।