নেত্রকোনায় ২২ জন করোনা ভাইরাসে আক্রান্ত

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২০

নেক্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় (১৮ এপ্রিল) শনিবার সকাল পর্যন্ত ২২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ৩৩০ জনের।

আক্রান্তরা হচ্ছেন বারহাট্টা উপজেলায় ১০ জন, নেত্রকোনা সদরে ৪ জন, খালিয়াজুরিতে ৩ জন, কেন্দুয়ায় ১ জন, মোহনগঞ্জে ২ জন ও কলমাকান্দায় ২ জন। তাদের মধ্যে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডবয়, কলমাকান্দায় ঝাড়ুদার ও খালিয়াজুরিতে এক নার্স রয়েছেন।

এদিকে জেলা সিভিল সার্জন মো. তাজুল ইসলাম জানান, বেশিরভাগই নেত্রকোনার বাইরে থেকে আসা বিভিন্ন পোশাক শ্রমিক ও কলকারখানার শ্রমিক রয়েছেন। তাদের দ্বারা কিছু স্থানীয়রা আক্রান্ত হচ্ছেন। লকডাউন ঘোষণার পরও কেউ সঠিকভাবে মানছে না বলে দাবি করেন তিনি। 

এদিকে শনিবার সকাল থেকেই শহরে মানুষের পদচারণা পূর্বের মতোই। কেউ মানছেন না বিধি-নিষেধ। জেলা প্রশাসক মঈনউল ইসলাম জানান, করোনা শনাক্ত রোগীদের বাড়ি গিয়ে ইউএনও খোঁজ নিয়ে অন্যদেরকেও লকডাউন মানা এবং হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য অনুরোধ করে আসলেও কেউ মানছে না।