ঝিনাইগাতীতে ছাত্রলীগ নেতা শাওনের আয়োজনে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:১৭ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনের আয়োজনে ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আসাদুজ্জামান জনির পৃষ্ঠ পোষকতায় করেনা সংক্রমণ রোধে ৫শত অসহায় দুস্থদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২২ মে শুক্রবার সকাল ১১টায় স্থানীয় উত্তরণ পাবলিক স্কুলে দুস্থদের মাঝে এ ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আসাদুজ্জামান জনি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদসহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীগণ। খাদ্য সামগ্রী বিতরনের পূর্বে ছাত্রলীগ নেতা শাওন বলেন, ঈদে দুস্থদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আসাদুজ্জামান জনির পৃষ্ঠ পোষকতায় আমাদের এই আয়োজন। হাসি মুখে ঈদ উদযাপন করা সমাজের সর্বস্তরের মানুষের মৌলিক অধিকার। এই অধিকার থেকে যেন আমাদের আশপাশের গরিব-দুস্থরা বঞ্চিত না হয়, সেই দিকে সকলের খেয়াল রাখতে হবে। Related posts:শেরপুরে জেলা পুলিশের বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার আকরামুল হোসেননকলায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে কুপিয়ে পা কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধননালিতাবাড়ীতে ঘুরতে গিয়ে ভোগাই নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু Post Views: ২৭১ SHARES ঝিনাইগাতী বিষয়: