করোনায় এ পর্যন্ত সাড়ে ৪ কোটি মানুষকে সহায়তা দিয়েছে সরকার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, মে ১১, ২০২০ অনলাইন ডেস্ক : ৬৪টি জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী-দেশে ত্রাণ সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এ পর্যন্ত সাড়ে ৪ কোটি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার। সোমবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে রবিবার পর্যন্ত এক লাখ ১৩ হাজার ৮০২ মেট্টিক টন চাল বিতরণ হয়েছে। সারাদেশে চাল বরাদ্দ করা হয়েছে এক লাখ ৪৩ হাজার ৬৭ মেট্টিক টন। এতে উপকারভোগী পরিবার সংখ্যা প্রায় এক কোটি। এছাড়া তিন কোটি ছয় লাখ দুই হাজার মানুষের হাতে তুলে দেয়া হয়েছে ৫১ কোটি ৬৯ লাখ ১৩ হাজার টাকা। নগদ টাকা বরাদ্দ আছে প্রায় ৮০ কোটি টাকা। এতে ইতোমধ্যে উপকার পাওয়া পরিবার সংখ্যা ৫৯ লাখ ১১ হাজার ৫০০টি। শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ ১৫ কোটি ৯৪ লক্ষ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১৩ কোটি নয় লক্ষ ৬৬ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা তিন লাখ ৮৩ হাজার এবং লোকসংখ্যা সাত লাখ ৮৯ হাজার জন। Related posts:শর্ত অনুযায়ী খালেদা রাজনীতি করতে পারবেন না: তথ্যমন্ত্রীকরোনায় এবার মারা গেলেন সেই রানা প্লাজার মালিকের বাবাঘর থেকেই অভিযান শুরু করুন, দুদককে রাষ্ট্রপতি Post Views: ২৬৪ SHARES জাতীয় বিষয়: