জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ঝিনাইগাতী হাসপাতালের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, মে ১৯, ২০২০ ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে ১২০ জন অসহায়, দরিদ্র পরিবারের মাঝে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৯ মে মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন এ খাদ্য বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ৫ কেজি, আলু ২ কেজি, ডাল আধা কেজি, তৈল ১ লিটার, চিনি আধা কেজি, সেমাই ১ প্যাকেট ও সাবান ১টি। ওইময় আবাসিক মেডিকেল অফিসার ডা. মাজেদুর রহমান, ডেন্টাল সার্জন ডা. মিনহাজ আবেদীন, মেডিকেল অফিসার ডা. আহেদ ইকবাল, ডা. সাদিয়া আফরোজ, ডা. মনিরুজ্জামান, সিএইচসিপি মোস্তাফিজুর রহমান সোহেল, আব্দুর রউফ, শাহ আলম স্বপনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। Related posts:নকলায় আইন শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিতশেরপুরের প্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজা’র ১৫তম মৃত্যুবার্ষিকী আজশেরপুরে সামাজিক সংগঠন মুক্তি সমাজের উদ্যোগে ইফতার বিতরণ Post Views: ১৯৩ SHARES ঝিনাইগাতী বিষয়: