জামালপুরে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলো ৪০ জন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, মে ৮, ২০২০ জামালপুর প্রতিনিধি : জামালপুরে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হওয়া ৪০ জনকে ছাড়পত্র দিয়েছে স্বাস্থ্য বিভাগ। শুক্রবার বিকেলে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়। জামালপুরের সিভিল সার্জন ডা. প্রনয় কান্তি দাস জানান, করোনা আক্রান্ত ৬ নারীসহ ৪০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট ২ দফা নেগেটিভ আসায় তাদেরকে আইসেলেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সুস্থ হওয়া ৪০ জনের মধ্যে হোম আইলেশনে ছিলেন ১১ জন। সুস্থ হয়ে বাড়ি ফেরাদের মধ্যে সদর উপজেলার ১৭, মেলান্দহের ৩, মাদারগঞ্জের ৯, ইসলামপুরের ১, দেওয়ানগঞ্জের ২, বকশীগঞ্জের ২ এবং সরিষাবাড়ির ৬ জন। এর আগে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশন থেকে দুই দফায় ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেন। জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা জয় করে ফেরাদের শুভেচ্ছা জানান বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামালপুর ৩ আসনের সংসদ সদস্য সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। এসময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলায় এখন পর্যন্ত করোয় আক্রান্ত হয়েছেন ১০৩ জন। এদের মধ্যে মৃত্যুর পর ২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায় একজন। Related posts:দিনভর সংঘর্ষ: ঢামেকে চিকিৎসা নিয়েছেন ২৯৩ জন, ভর্তি ১২পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে মামুনুলের সম্পৃক্ততা ছিল : তেজগাঁও জোনের ডিসি হারুননিরাপদ ফসল উৎপাদনে নকলায় মাঠ দিবস অনুষ্ঠিত Post Views: ২৪১ SHARES Uncategorized বিষয়: