ঝিনাইগাতীতে আদিবাসীদের মাঝে নগদ অর্থ বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, মে ৪, ২০২০ হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ১৫০ টি আদিবাসী পরিবারে নগদ অর্থ বিতরন করা হয়। ৪ মে, বৈশ্বিক মহামারী করোনার কারনে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দরিদ্র ১৫০ টি আদিবাসী পরিবারের মাঝে ৭৫০ টাকা করে শর্তহীন নগদ অর্থ বিতরন করা হয়। ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) ঝিনাইগাতী উপজেলার সরাসরি তত্বাবধানে সাজিদা ফাউন্ডেশন, ঢাকার সহায়তায় এই অর্থ বিতরন করেন উন্নয়ন সংঘ, জামালপুর। এ প্রসঙ্গে ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) ঝিনাইগাতীর সাধারণ সম্পাদক অসীম ম্রং বলেন, এই করোনা ভাইরাস বা কোভিড-১৯ এর কারনে সারাদেশের মানুষের জীবন যাত্রার মান নিচে নেমে গেছে। এই সময় কর্মহীন হয়ে অনেকে কস্টে দিন কাটাচ্ছে এই সময় সাজিদা ফাউন্ডেশন এবং উন্নয়ন সংঘ আমাদের আদিবাসীদের জন্য সহায়তার হাত বাড়িয়েছে এর জন্য তাদের ধন্যবাদ জানাই। নগদ অর্থ বিতরনকালে উপস্থিত ছিলেন ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) ঝিনাইগাতীর চেয়ারম্যান নবেশ খকসী, সাধারন সম্পাদক, অসীম ম্রং, ধীমান কোচ, নন্দলাল বর্মনসহ সাজিদা ফাউন্ডেশন ও উন্নয়ন সংঘ, জামালপুর-এর প্রতিনিধি বৃন্দ । উপজেলার গারো, হাজং, কোচ, বানাই, বর্মন আদিবাসীদের ১৫০ টি পরিবারে ৭৫০/- টাকা করে বিতরন করা হয় । Related posts:বর্ণিল কর্মযজ্ঞের স্বীকৃতিস্বরূপ শুদ্ধাচার পুরস্কার পেলেন এবিএম এহছানুল মামুনশেরপুরে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় র্যালিশেরপুরের বিশিষ্ট শিল্পপতি, দানবীর ইদ্রিস মিয়ার ২য় মৃত্যুবার্ষিকী আজ Post Views: ২৫১ SHARES ঝিনাইগাতী বিষয়: