ঝিনাইগাতীর দারুল উলুম ডেফলাই আল আকসা মাদ্রাসা আগুনে পুড়ে ছাই অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, মে ১৩, ২০২০ ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে দারুল উলুম ডেফলাই আল আকসা মাদ্রাসাটি অগ্নিকান্ডে পুড়ে গেছে। ১২ মে মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের ডেফলাই গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম জানান, বর্তমানে মাদ্রাসাটি বন্ধ থাকায় হঠাৎ করে মাদ্রাসা ঘরটিতে আগুনের সূত্রপাত হয়। কোন কিছু বুঝে ওঠার আগেই মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা মাদ্রাসার ঘরজুড়ে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই পুরো ঘরটি আগুনের ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। এসময় শিক্ষার্থীদের রেখে যাওয়া বই, পোশাকসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। মাদ্রাসার আবাসিক কক্ষে ১১৫জনেরও বেশী শিক্ষার্থী থাকত। করোনা জনিত কারণে মাদ্রাসাটি বন্ধ থাকায় অনেক শিক্ষার্থীর প্রয়োজনীয় জিনিসপত্র রয়ে গিয়েছিল আবাসিক কক্ষে। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষনে পুড়ে ছাই হয়ে যায় ৭২ ফিট লম্বা টিন সেট ঘরসহ ছাত্রদের বই-খাতা, কাপড়চোপড়, বেডিং, ট্রাংক ও আসবাবপত্র এবং মাদ্রাসা অফিসে লাগানো সোলার ও ল্যাপটপসহ সবকিছু। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে মাদ্রাসার পরিচালক আশরাফুল ইসলাম ও ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ইউনিটের ষ্টেশন অফিসার। অগ্নিকান্ডে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান নিরূপন করা না গেলেও ক্ষয়ক্ষতির পরিমান পাঁচ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন মাদ্রাসাটির পরিচালক ও কমিটির লোকজন। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের বেশির ভাগই গরিব ও অসহায়। যে পরিমাণ ক্ষতি হয়েছে, সরাকারীভাবে সাহায্য পাওয়া না গেলে শিক্ষার্থীদেরও শিক্ষা জীবন এখানেই থেমে যাবে। মাদ্রাসাটির পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান তিনি। Related posts:শেরপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ, ছয় পুলিশসহ আহত ২১অবশেষে শেরপুরের আ’লীগ নেতা-ইউপি চেয়ারম্যান আওলাদ গ্রেফতারনালিতাবাড়ী সীমান্তে ফের বন্যহাতির মরদেহ উদ্ধার Post Views: ৩৪১ SHARES ঝিনাইগাতী বিষয়: