দুই হাজার চিকিৎসক ও পাঁচ হাজার নার্স নিয়োগ দেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, মে ৪, ২০২০ অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের রোগীদের চিকিৎসাসেবা দিতে দুই হাজার চিকিৎসক ও পাঁচ হাজার নার্সকে নিয়োগ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪ মে সোমবার সকালে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে রংপুর বিভাগের আট জেলার কর্মকর্তাদের সঙ্গে গণভবনে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ে এ কথা জানান তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য। মানুষকে সুরক্ষিত রেখে অর্থনীতির চাকা সচল রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। Related posts:ফুটপাতে রাতযাপনকারী শেফালীকে চাকরি দিলেন সাঈদ খোকনলকডাউনে বন্ধ থাকবে অফিস-মার্কেট, খোলা থাকবে শিল্পকারখানানতুন আইনের সুযোগ নিলে ব্যবস্থা, সার্জেন্ট প্রসঙ্গে ডিএমপি কমিশনার Post Views: ৩৯৭ SHARES জাতীয় বিষয়: