দুর্যোগ কাটিয়ে অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারব: প্রধানমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, মে ১৯, ২০২০ অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যতই ঝড়, ঝঞ্ঝা আসুক, বাধা আসুক আমরা কাটিয়ে উঠতে পারব। এ দুর্যোগ কাটিয়ে উঠে অগ্রযাত্রা অব্যাহত রখতে পারব। মঙ্গলবার (১৯ মে) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) সভায় যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, করোনা দুর্যোগের মধ্যে আর একটি দুর্যোগ ঘূর্ণিঝড়। এ দুর্যোগ মোকাবিলা করতে হবে। তবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ যথেষ্ট পারদর্শিতা দেখিয়েছে, সেই সক্ষমতা রয়েছে। তাছাড়া আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছি। জাতির পিতার স্বপ্ন ছিল, বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত। এ লক্ষ্যে শুরু থেকেই আমরা কাজ করে যাচ্ছিলাম। এর মধ্যে করোনাভাইরাসের মতো দুর্যোগ চলে এল। এরপর আবার ঘূর্ণিঝড়। যতই আঘাত আসুক, ঝড়-ঝঞ্ঝা আসুক, বাধা আসুক, বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারব। সমস্যা চিরদিন থাকে না। এক সময় নিশ্চয় এটা কাটিয়ে উঠতে পারব। আমাদের সাহসের সাথে মোকাবিলা করতে হবে। এটাই মাথায় রাখতে হবে, দুর্যোগ আসতে পারে, কিন্তু সেটাকে আমরা মোকাবিলা করে আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখব, যোগ করেন প্রধানমন্ত্রী। Related posts:শপথ নিলেন পিএসসির সাত সদস্যপদত্যাগ করেছেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমচট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট Post Views: ৩১০ SHARES জাতীয় বিষয়: