নকলায় বজ্রপাতে যুবকের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, মে ২, ২০২০ নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় বজ্রপাতে শরীফ আহমেদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ২ মে শনিবার দুপুরে জালালপুর গ্রামে ওই ঘটনা ঘটে। তিনি উপজেলার জালালপুর এলাকার হেদু মিয়ার ছেলে। শরীফ ঢাকার একটি তৈরি পোশাক কারখানার কর্মী ছিলেন। করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে চলমান লকডাউনের কারণে এক মাসের বেশি সময় ধরে তিনি বাড়িতে অবস্থান করছিলেন। জানা যায়, শনিবার বেলা দেড়টার দিকে শরীফ আহমেদ তাঁর জালালপুর গ্রামের বাড়ির অদূরে ধান ক্ষেত থেকে বোরো ধান কেটে আঁটি বেঁধে বাড়িতে ফেরার সময় তার উপর আকস্মিক বজ্রপাত ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা মৌসুমী দত্ত শরীফ আহমেদকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মৌসুমী দত্ত শনিবার বিকেলে বজ্রপাতে শরীফ আহমেদের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। Related posts:করোনায় ঝিনাইগাতীর মধ্যবিত্ত পরিবারগুলো রয়েছে নিরব কষ্টেশেরপুরে জনউদ্যোগ কর্মপরিকল্পনা বিষয়ক অবহিতকরণ সভানকলায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করলেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক Post Views: ২৮২ SHARES নকলা বিষয়: