ময়মনসিংহের ত্রিশালে ছেলের হাতে বাবা খুন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, মে ২৮, ২০২০ ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজের ছেলের হাতে আইয়ুব আলী (৭০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) সকালে উপজেলার আমিরাবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার আমিরাবাড়ী এলাকার আইয়ুব আলী বড় ছেলেকে বেশি পরিমাণ জমি লিখে দেয়ায় ছোট ছেলে এনামুলের (২৮) সাথে বিরোধ চলে আসছিলো। এরই জেরে সকালে বাড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে এনামুল তার বাবাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে খুন করে পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে এবং হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি। Related posts:জিয়াউর রহমান পাকিস্থানের এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল- মির্জা আজম এমপিজামালপুরে সাবেক আওয়ামী লীগ নেতার বাড়িতে দুই প্রতিমন্ত্রীর বৃক্ষরোপণকরোনায় ময়মনসিংহ মেডিকেলে ঝরল আরও ২৩ প্রাণ Post Views: ২৮৪ SHARES সারা বাংলা বিষয়: