শেরপুরে কর্মহীন হিন্দু সম্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণ করলো শ্রমিক নেতা আরিফ রেজা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, মে ৩, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা ভাইরাসজনিত দুর্যোগ পরিস্থিতিতে পৌর এলাকার দরিদ্র কর্মহীন হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে ব্যক্তিগত তরফ থেকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা ট্রাক মিনিট্রাক ট্যাংকলড়ী কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আরিফ রেজা। ৩০ এপ্রিল বৃহস্পতিবার শহরের গোপালবাড়ীস্থ শিব মন্দিরের সভাপতি ও আধিবাসী নেতা শ্রী মলিন্দ্র চন্দ্রের মাধ্যমে গোপালবাড়ীর শতাধিক কর্মহীন হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ২রা মে শনিবার শহরের ঢাকলহাটী মহল্লার আরও ৫০টি হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে নিজ হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আরিফ রেজা। খাদ্য সামগ্রী বিতরণ কালে আরিফ রেজা বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা সরকার অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। করোনা ভাইরাস জনিত পরিস্থিতিতে খেটে খাওয়া মুসলিম ভাইয়েরাও যেমন কর্মহীন হয়ে পড়েছে তেমনি হিন্দু সম্প্রদায়ের মানুষরাও কর্মহীন হয়ে পড়েছে তাই আমার সাধ্যমত এসব অসহায় মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করছি। ভয়াবহ এ দুর্যোগ পরিস্থিতিতে পৌর এলাকার দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে আমার ব্যক্তিগত তরফ থেকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। ওইসময় তিনি পৌরবাসীকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নির্দেশনা মেনে চলার অনুরোধ জনান এবং প্রয়োজন ছাড়া বাহিরে না আসার অনুরোধ করেন। পাশাপাশি সবাইকে নিজ ঘরে অবস্থান করে নিজেকে, পরিবারকে ও দেশকে সুস্থ্য রাখার অনুরোধ করেন। Related posts:ভাষাসংগ্রামী অসিত কুমার দেব আর নেই ॥নকলায় স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগশ্রমিক নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহবান জানালেন শ্রমিক নেতা আরিফ রেজা Post Views: ২৯৭ SHARES শেরপুর বিষয়: