শেরপুরে খোয়ারপাড় শাপলা চত্বরের ফোয়ারের পানিতে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, মে ১৫, ২০২০ আছাদুজ্জামান মোরাদ ॥ শেরপুর জেলা শহরের খোয়ারপাড় মোড় শাপলা চত্বরের ফোয়ারার পানিতে ব্যাটারী চালিত অটো বাইকের সিট উঠাতে গিয়ে ১৫ মে শুক্রবার দুপুর ২টার দিকে খোকন (২৫) নামে এক অটো বাইক চালক বিদ্যুৎ ষ্পৃষ্ট হয়ে মারা গেছেন। নিহত অটো বাইক চালক দুই সন্তানের জনক খোকন শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের গোপালখিলা মধ্যেপাড়া গ্রামের জনৈক আঃ হাকিমের ছেলে। জানা গেছে, শেরপুর শহরে লকডাউন চলাকালে গোপালখিলা গ্রামের বাড়ি থেকে সকালে খোকন তার অটো বাইক নিয়ে আয় রোজগারের জন্য শেরপুর শহরে আসে। এদিকে শুক্রবার দুপুরে খোয়ারপাড় এলাকায় তার অটো বাইক নিয়ে আসলে কে বা কারা অজ্ঞাত ব্যক্তি তার অটো বাইকের সিট শাপলা চত্বরের ফোয়ারা পানিতে ফেলে দেয়। পড়ে চালক খোকন তার গাড়ীর সিট পানি থেকে উঠাতে গেলে আগে থেকেই শাপলা চত্বরের ফোয়ারায় বিদ্যুতের ছেড়া তার পানি বিদ্যুতায়িত ছিল। পরে ওই বিদ্যুতায়িত পানিতে নামলে সে বিদ্যুৎ ষ্পৃষ্ট হয়ে আহত হয়। এদিকে খোয়ারপাড় এলাকায় কর্তব্যরত ডিবি পুলিশ অটো চালক খোকনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনার বিষয়টি উদঘাটনের পর তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে। শুক্রবার বিকেলে অটো বাইক চালক খোকনের মৃতদেহের সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের পর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। Related posts:নকলায় চাকরি জাতীয়করণের দাবিতে নকলনবিশের কর্মবিরতিশেরপুরে যৌতুকের দাবিতে পিটিয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ ॥ আটক ৩শেরপুরে আওয়ামী লীগের করোনা সুরক্ষা সামগ্রী পেলেন সাংবাদিকরা Post Views: ৪৮৭ SHARES শেরপুর বিষয়: