শেরপুরে জেলা প্রশাসনের ৪২টি অভিযান পরিচালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, মে ১৯, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা ভাইরাসজনিত পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ১৯ মে মঙ্গলবার জেলা প্রশাসক আনার কলি মাহবুবেব নির্দেশেনায় ৪২টি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানগুলো পরিচালনা করেন জেলায় স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। জেলা প্রশাসন সূত্র জানাযায়, অভিযান পরিচালনাকালে সামাজিক দূরত্ব লঙ্ঘন করে, সংক্রমক রোগ বিস্তারে ঝুঁকি সৃষ্টি করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর আওতায় ২টি মামলায় ৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া সরকারি নির্দেশে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে শর্ত পালন করছে কি না, জেলায় নিয়মিত বাজারমূল্য নিয়ন্ত্রণে আছে কি না, ওইসব বিষয়েও অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে জনস্বার্থে ওইসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানা গেছে। Related posts:শেরপুরে দৃষ্টির পর্যালোচনা সভা অনুষ্ঠিতশেরপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহতশেরপুরে পুলিশের উপর হামলার অভিযোগে জেলা বিএনপির সম্পাদকসহ গ্রেফতার ৭ Post Views: ৩৩৬ SHARES আইন-আদালত বিষয়: