শেরপুরে মারা যাওয়া এক ব্যক্তির করোনা পজেটিভ ॥ নতুন আক্রান্ত আরও ৭ জন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, মে ১৮, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা উপসর্গে মারা যাওয়া আহম্মদ আলী নামে এক ব্যক্তির নমুনা পরীক্ষায় পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। জেলায় এটিই প্রথম কোন করোনা রোগীর মৃত্যু। ১৮ মে সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবের পাঠানো ফলাফল উদৃত করে শেরপুরের সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ ওই তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে একই সময়ে প্রাপ্ত ফলাফল উনুযায়ী জেলায় আরও ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৬২ জন আক্রান্ত হলেন। তবে ইতোমধ্যে সুস্থ্য বাড়ি ফিরে গেছেন ৩১ জন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ১৫ মে করোনা উপসর্গ নিয়ে জেলা সদর হাসপাতালে ভর্তির পর মারা যায় নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর এলাকার আহম্মদ আলী। পরে তার নমুনা সংগ্রহ করে অন্যদের নমুনার সাথে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে। সোমবার রাতে ২ দফায় আসা ফলাফলে মৃত আহম্মদের নমুনাসহ জেলায় পুলিশ সদস্য ও স্বাস্থ্যকর্মী মিলে ৮ জনের করোনা শনাক্ত হয়। তাদের আইসোলেশনে নেওয়ার প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, সামাজিক সংস্পর্শের কারণেই পুলিশ সদস্য ও স্বাস্থ্যকর্মীসহ ওই ৭জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা পরীক্ষার জন্য তাদের সংস্পর্শে আসা অন্যদের নমুনাও সংগ্রহ করা হবে। Related posts:শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যুশেরপুরে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে অনলাইন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণশেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত Post Views: ২৫০ SHARES শেরপুর বিষয়: