শেরপুরে শহরের বিভিন্ন মসজিদে ইফতারী বিতরণ করলেন সাবেক সাংসদ শ্যামলী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, মে ৩, ২০২০ মাহবুবা রহমান শিমু ॥ করোনা ভাইরাস জনিত পরিস্থিতিতে শেরপুরে পবিত্র মাহে রমজানে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক সাংসদ, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক, আদরজান ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলী নিউজ ২৪ ডটকমের সম্পাদক-প্রকাশক এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর ব্যক্তিগত তহবিল থেকে পবিত্র মাহে রমজানের অষ্টম দিনে ইফতারী বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। ২রা মে শনিবার অষ্টম রমজানে পিকআপ ভ্যানের মাধ্যমে শহরের মসজিদে ও বিভিন্ন রাস্তার ওলিগলিতে ইফতারী পৌঁছে দিয়েছেন আদরজান ফাউন্ডেশনের কর্মকর্তারা। এদিকে সাবেক সাংসদ শ্যামলীর পক্ষ থেকে ইফতারী পেয়ে খুশি মানুষজন। ইফতারী বিতরণে অংশ নেন আদরজান ফাউন্ডেশনের কর্মকর্তা, সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলী নিউজ ২৪ ডটকমের নির্বাহী সম্পাদক মোঃ উমর ফারুক, জেলা কৃষক লীগ নেতা মাহবুবুর রহমান লিটন প্রমুখ। এ ব্যাপারে সাবেক এমপি এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর পক্ষ থেকে আদরজান ফাউন্ডেশনের কর্মকর্তা মো: উমর ফারুক জানান, করোনা সংকটের এ মহাদুর্যোগকালীন সময়ে এবার পবিত্র মাহে রমজানের প্রথম দিনে ওইসব কর্মহীনদের মাঝে ইফতারী বিতরণের কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতিদিন শেষ রমজান পর্যন্ত চলবে এ কার্যক্রম এবং পর্যায়ক্রমে সদর উপজেলাসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটি দুস্থ, অসহায় ও কর্মহীন মানুষের বাড়িতে গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হবে। Related posts:শেরপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনশেরপুরে স্বতন্ত্র মেয়রপ্রার্থী আধারের প্রচারণার মাইক-ইজিবাইক ও কেন্দ্র ভাঙচুরশেরপুরে মরহুম সেলিম রেজা স্মৃতি ফুটবল টুর্ণামেন্টর ফাইনাল অনুষ্ঠিত Post Views: ২৯৮ SHARES শেরপুর বিষয়: