শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ছানাউল্লাহর ইন্তেকাল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, মে ১৫, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইনকিলাব ও বাংলাদেশ বেতারের সাবেক জেলা প্রতিনিধি, আলহাজ্ব মোঃ ছানাউল্লাহ (৭৮) আর নেই। তিনি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৪ মে বৃহস্পতিবার মধ্যরাতে জেলা সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিৃৃ..রাজেউন)। তিনি স্ত্রী ও দত্তক ১ ছেলে রেখে গেছেন। শুক্রবার বিকেলে সদর উপজেলার বাজিতখিলা এলাকার গ্রামের বাড়ির পাশের কবরস্থান মাঠে নামাজে জানাযা শেষে ওই কবরস্থানেই তার লাশ দাফন করা হয়। জানাজাপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, বাজিতখিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান প্রমুখ। Related posts:নালিতাবাড়ীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ জুয়ারীর কারাদণ্ডনালিতাবাড়ীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যুঝিনাইগাতীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিম... Post Views: ৩৫২ SHARES শেরপুর বিষয়: