শেরপুর সীমান্তে ২ হাজার অসহায় পরিবার পেলো বিজিবি’র খাদ্য সহায়তা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, মে ২৩, ২০২০ স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরের সীমান্তবর্তী কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৩ মে শনিবার বিকেলে বিজিবি’র ৩৯ ব্যাটালিয়নের তরফ থেকে নালিতাবাড়ী উপজেলার হাতিপাগার ক্যাম্পের আওতায় নাকুগাঁও স্থলবন্দর এবং রামচন্দ্রকুড়া ক্যাম্পের আওতায় স্থানীয় মিনি স্টেডিয়াম মাঠে ২ শতাধিক পরিবারের মাঝে বস্তাভর্তি ওইসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। শেরপুর সীমান্তে বিভিন্ন বিজিবি ক্যাম্পের মাধ্যমে এদিন ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এর আগে প্রথম দফায় আরও এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছিলো বলে জানান বিজিবি কর্মকর্তারা। ওইসব খাদ্য সামগ্রীর মাঝে রয়েছে প্রতি পরিবারের জন্য ৪ কেজি চাল, ৪ কেজি আটা, ২ লিটার তেল, এক কেজি লবন, ২ কেজি চিনি, সাবান ও সেমাই। বিজিবি ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আনিসুর রহমান প্রধান অতিথি হিসেবে ওইসব উপহার সামগ্রী বিতরণ কাজ উদ্বোধন করেন। ওইসময় ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তৌহিদ মাহমুদ, সহকারি পরিচালক ইউনুছ আলীসহ স্থানীয় বিজিবি ক্যাম্প কমান্ডাররা উপস্থিত ছিলেন। বিজিবি ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আনিসুর রহমান বলেন, এ সেক্টরের ৩৯ ব্যাটালিয়নের মাধ্যমে এ নিয়ে দু’দফায় সীমান্ত এলাকায় বসবাসকারী ২ হাজার কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হলো। বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিজিবি’র মাধ্যমে বিতরণের জন্য ওইসব উপহার সামগ্রী দেওয়া হয়েছে। ভবিষ্যতে যদি আরও কোন সংগঠনের পক্ষ থেকে কিংবা উর্ধ্বতন কর্তৃপক্ষের কোন নির্দেশনা পাওয়া যায় সে অনুযায়ী সীমান্ত জনপদের মানুষের মাঝে বিতরণ করা হবে। Related posts:ঝিনাইগাতীতে সেন্ট্রাল মেডিকেল অক্সিজেন প্লান্টের উদ্বোধনশেরপুরে বিভিন্ন দুর্যোগে জেলা প্রশাসনকে সহায়তা করায় ৭ সংগঠনকে সম্মাননাশেরপুরের নালিতাবাড়ী থেকে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার Post Views: ৪২৭ SHARES শেরপুর বিষয়: