করোনার টিকা পাওয়া যাবে এ বছরই: ট্রাম্প

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, মে ৪, ২০২০

অনলাইন ডেস্ক : চলতি বছরের মধ্যেই করোনাভাইরাসের টিকা পাওয়া যাবে বলে বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এমন বিশ্বাসের কথা জানান তিনি।

সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, আগামী বছর নাগাদ করোনাভাইরাসের টিকা বাজারে আসতে পারে। তবে প্রেসিডেন্ট তাদের চেয়ে এক ধাপ এগিয়ে নিজের আত্মবিশ্বাসের কথা বলেছেন।

ট্রাম্প বলেন, ‘এ বছরের শেষ নাগাদ করোনাভাইরাসের টিকা হাতে পাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। এর জন্য আমরা কঠোর পরিশ্রমও করছি।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এখনও চূড়ান্ত টিকার দেখা পাইনি।’ তবে এরই মধ্যে সরবরাহ ব্যবস্থা নিয়ে আলাপ শুরু হয়েছে বলে দাবি করেন তিনি। জনসন অ্যান্ড জনসন কোম্পানির নাম উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘অনেক কোম্পানি টিকা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে।’

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের সঙ্গে মিলে করোনাভাইরাসের টিকা তৈরির কাজ করছে জনসন অ্যান্ড জনসন। কোম্পানিটি জানিয়েছে, ২০২১ সালের শুরুতে টিকা বাজারে আনা সম্ভব হতে পারে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এরই মধ্যে মানুষের শরীরে করোনাভাইরাসের টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে। পরীক্ষা সফল হলে আগামী সেপ্টেম্বর থেকেই সে টিকা উৎপাদন শুরু হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বিশ্বজুড়ে আলাদা আলাদাভাবে করোনাভাইরাসের অন্তত ৭০টি টিকা তৈরির কাজ চলছে।