ঝিনাইগাতীতে অসহায় মানুষের মাঝে সেমাজসেবক আবু বক্কর সিদ্দিক তোতার খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, মে ১০, ২০২০

হারুন অর রশিদ দুদু ॥ দেশের করোনা পরিস্থিতির সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকা কর্মহীন, দরিদ্র, অসহায় খেটে খাওয়া দিনমজুর শ্রমজীবী মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সাবেক মেম্বার আবু বক্কর ছিদ্দিক তোতা। ১০ মে রবিবার সকালে ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া এ.আর.পি উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এলাকার দুস্থ ও শ্রমজীবি মানুষের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল ও সাবান। এসব খাদ্য সামগ্রী অসহায় দরিদ্রদের হাতে তুলে দেওয়া হয়। বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ। আবু বক্কর ছিদ্দিক তোতা জানান, সরকার করোনা পরিস্থিতি সংক্রমণ রোধে সবাইকে ঘর থেকে বাহির না হওয়ার নির্দেশ প্রদান করেছেন। ফলে বেশি সমস্যায় পড়েছেন কর্মহীন, দরিদ্র, অসহায় খেটে খাওয়া মানুষরা। তাদের কথা ভেবে আমি একজন সমাজসেবক হিসেবে ১৫০টি পরিবারকে এইসব খাদ্য সামগ্রী বিতরণ করছি।