অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২০ মাহফুজুর রহমান সোহাগ ॥ শেরপুরের নালিতাবাড়ীতে আল আমিন ট্রের্ডাসের প্রোঃ ও সাবেক যুবলীগের তথ্য বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলামের নিজস্ব তহবিল হতে শ্রমিকদের মাঝে ইদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২২ মে শুক্রবার সন্ধ্যায় উত্তর বাজারস্থ কার্যালয়ে প্রায় ১শজন শ্রমিকদের মাঝে সেমাই২টি, চিনি ১কেজি, পোলাও চাল ১কেজি, সয়বিন তেল ১লিটার প্রতিজনের মাঝে ইদ সামগ্রী বিতরন করা হয়। মোঃ শহিদুল ইসলাম বলেন, আমি আমার ঠিকাদারী প্রতিষ্ঠানের অসহায় দরিদ্র শ্রমিক ভাইবোনদের মাঝে প্রতি বছরই আমার তহবিল হতে এই ঈদ সামগ্রী বিতরন করে থাকি। Related posts:শ্রীবরদীতে নিখোঁজের ৪দিন পর ইটভাটার পাহাদারের লাশ উদ্ধারশেরপুরে ব্রি হাইব্রিড-৩ ও ৫ ধানের নমুনা শস্য কর্তনতীব্র শীত আর ঘন কুয়াশায় বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত Post Views: ২৪১ SHARES নালিতাবাড়ী বিষয়: